• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

  জয়পুরহাট প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৯, ০৬:১১
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ সময় আমিনুল ইসলাম ক্যাসেট নামে আট মামলার আসামি নিহত হয়েছে। নিহত আমিনুল ইসলাম উপজেলার পিয়ারা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁনপাড়া-শিরট্রি সড়কে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, রাতে উপজেলার চাঁনপাড়া-শিরট্রি সড়কের পাশে ক্যাসেটসহ ১০/১২ জন ব্যক্তি মুক্তিপণ নিয়ে দেন-দরবার করছিল। এ সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তারা পুলিশের ওপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে পুলিশ ক্যাসেট নামে এক মুক্তিপণ আদায়কারীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলি, এটি রিভলভার, দেশীয় অস্ত্রসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, নিহত আমিনুল ক্যাসেট মামলার আসামি ছিল। সে বিভিন্ন জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করত।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড