• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামের ভুলে ‘বাবুল শেখ’ কারাভোগ করেন মাসের পর মাস

  নাটোর প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৯, ১৬:৩৭
বাবুল শেখ
মামলা থেকে অব্যাহতি দেওয়ার পর আদালত প্রাঙ্গণে বাবুল শেখকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পরিবারের সদস্যরা ( ছবি : দৈনিক অধিকার )

দুই দফায় কারাভোগ করেছেন মাসের পর মাস। নিজের সঠিক পরিচয় জানাতে হতদরিদ্র বাবলু শেখ নিজেই ১৮ বছর ধরে ঘুরেছেন আদালতের বারান্দায়। নামের বিভ্রান্তির কারণে অন্যের সাজা ভোগ করেন বাবলু শেখ। যেন এক জাহালমের প্রতিচ্ছবি।

বিনা অপরাধে ১৮ বছর ধরে মামলার ঘানিটানা সেই বাবলু শেখকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক মামলার শুনানি শেষে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন।

এছাড়া একই সঙ্গে মামলার দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ অন্যদের নির্দেশ দেন আদালত।

২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে একটি মারামারির মামলার আসামি শ্রী বাবুর পরিবর্তে সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাবলু শেখকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। এরপর তৎকালীন আইনজীবী লুৎফর রহমান বাবু, শ্রী বাবু নামেই বাবলু শেখের জমিন করান। সে থেকে বাবুল শেখ হয়ে যান শ্রী বাবু। ২ দফায় দুই মাস কারাভোগের পর ১৮ বছর ধরে বাবলু শেখ নিজের সঠিক পরিচয় জানাতে ঘুরে বেড়িয়েছেন আদালতের বারান্দায়।

এরপর ২০১৬সালের ২৩ জুন আদেশের বিরুদ্ধে আপিল করেন বাবলু শেখের বর্তমান আইনজীবী শামিম হোসেন। পরে বৃহস্পতিবার সে মামলার আপিল শুনানি শেষে বিচারক বাবলু শেখকে মামলা থেকে অব্যাহতি দেন।

এছাড়া দুই তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন উপপরিদর্শক মমিনুল ইসলাম এবং হেলেনা পারভিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সঠিক আসামি শ্রী বাবুকে আদালতে সোপর্দ এবং তৎকালীন আইনজীবী এবং নিম্ন আদালতকে সর্তক করে দেন আদালত।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড