• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী রেঞ্জে সেরা বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ টিম

  বগুড়া প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, ২২:৪৪
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী রেঞ্জে নিজেদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরপর দুটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম। সেপ্টেম্বর মাসের কাজের ওপর ভিত্তি করে রাজশাহী রেঞ্জের সব জেলার মধ্যে সর্বোচ্চ অস্ত্র উদ্ধারকারী হিসেবে বগুড়া ডিবি টিম শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এর আগে গত আগস্ট মাসেও শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিল টিম ডিবি বগুড়া।

বুধবার (১৬ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্ব অজর্নকারী হিসেবে ডিআইজি একেএম হাফিজ আক্তারের (বার) কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী। সভায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী ছাড়াও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী সর্বমোট চার ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিশারুল আরিফ ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), রাজশাহী রেঞ্জ এবং জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি পুরো বিভাগে মাদকবিরোধী অভিযান আরও জোরদারকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ কমিউনিটি পুলিশিং এবং জনবান্ধব পুলিশিংয়ের প্রতি বেশি গুরুত্বারোপ করেছেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড