• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেনাপোলে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

  বেনাপোল প্রতিনিধি, যশোর

১৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৪
চুরি
এলোমেলোভাবে পড়ে আছে চুরি হওয়া ঘরের আসবাবপত্র (ছবি : দৈনিক অধিকার)

যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সড়কের একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, সাত ভরি স্বর্ণ, পাঁচ ভরি রুপা, ১৬ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ও পোস্ট অফিসের ১০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট বহিসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

বাড়ির মালিক মো. মনিরুজ্জামান মনু বলেন, বুধবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট পাঁচজন। ওই সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। বাড়ির পেছন দিক দিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে এবং ঘরের দরজায় লাগানো তালা ভেঙে ঘরের আলমিরাতে রাখা উল্লেখিত পণ্য চুরি করে নিয়ে যায়।

চুরির এ তথ্য সংগ্রহের সময় বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির তদন্তের কাজ চলছে, খুব শীঘ্রই চোরেরা ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড