• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বড়লেখায় ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১৫ অক্টোবর ২০১৯, ১৯:৩১
নিখোঁজ মাদ্রাসা ছাত্র
নিখোঁজ মাদ্রাসা ছাত্র (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারসাইল গ্রামের আব্দুর রবের ছেলে মাদ্রাসা ছাত্র আব্দুল কাইয়ুম গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে বিয়ানীবাজারের খাসাড়ি পাড়া হাজী ইদ্রিস আলী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

সোমবার বিকালে (অক্টোবর) আব্দুল কাইয়ুম নিখোঁজের ঘটনায় তার বড়ভাই নাজমুল ইসলাম বড়লেখা থানায় জিডি করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কাইয়ুম (১৭) বড়লেখার বিহাইডহর হাফিজিয়া মাদ্রাসায় ২৫ পারা মুখস্থ করার পর অভিভাবকরা গত ১৫ দিন আগে তাকে বিয়ানীবাজারের খাসাড়ি পাড়া হাজী ইদ্রিস আলী হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। গত ৩ অক্টোবর একদিনের ছুটিতে সে বাড়ি আসে। পরদিন মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর ৭ অক্টোবর মাদ্রাসার মোহতামিম সামছুদ্দিন ফোনে নাজমুল ইসলামকে জানান, তার ছোটভাই আব্দুল কাইয়ুম ৩ অক্টোবর ছুটিতে গিয়ে আজ মাদ্রাসায় পৌঁছানি। এরপর আত্মীয়-স্বজন, সহপাঠীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এদিকে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়ায় স্বজনদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

নিখোঁজ মাদ্রাসা ছত্রের ভাই নাজমুল ইসলাম জানান, নতুন মাদ্রাসায় নতুন করে কোরআন শরীফ মুখস্থ করার চাপে নিজে থেকেও সে আত্মগোপন করতে পারে বলে প্রথমে মনে হয়েছিল। পরে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় থানায় জিডি করেছেন।

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, জিডির পরই নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড