• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়ভীতি দেখিয়ে শিশু ধর্ষণ, যাবজ্জীবন সাজা পেল বাবুর্চি

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৯, ১৫:৫৪
আদালত
সিরাজগঞ্জ জেলা ও দায়েরা জজ আদালত (ছবি : দৈনিক অধিকার)

ভয়ভীতি দেখিয়ে সিরাজগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে লাভলু (৪৮) নামে এক বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে সাজাপ্রাপ্ত লাভলুর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নির্যাতনের শিকার ওই শিশুর ক্ষতিপূরণ আদায়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লাভলু সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়েরা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ মে বিকালে লাভলু একই গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ কথা কাউকে যেন না বলে এজন্য শিশুটিকে নানারকম ভয়ভীতি দেখায়। এ ঘটনার সাত থেকে আটদিন পর লাভলুর বাড়ির সামনে শিশুটি ফল কুড়াতে গেলে একইভাবে তাকে আবারও ধর্ষণ করে ভয়ভীতি দেখান। এর প্রায় তিন মাস পর শিশুটি গর্ভধারণ করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়।

পরে শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় প্রতিবেশী লাভলুর নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আসামির উপস্থিতিতেই বিচারক এ রায় প্রদান করেন।

আদালতের সহকারী সরকারি আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড