• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৯, ১৩:১০
মানববন্ধন
মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জের দিরাইয়ে চাঞ্চল্যকর তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা ও সুজন। এ সময় বক্তারা অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, অ্যাডভোকেট এনাম আহমদসহ নেতৃবৃন্দরা।

উল্লেখ্য গত সোমবার ভোরে দিরাই উপজেলার খেজাউড়া গ্রামে পরিবারের অগোচরে ৫ বছরের শিশু তুহিনকে কে বা কারা শিশুটির কান ও লিঙ্গ কেটে হত্যার পর লাশটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটে ঢুকিয়ে রেখে চলে যায়। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের মা মনিরা বেগম।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড