• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোট কেন্দ্রে বিজিবির গুলিতে নিহত ২ 

  বান্দরবা‌ন প্র‌তি‌নি‌ধি

১৪ অক্টোবর ২০১৯, ১৯:৩৫
মরদেহ
নিহতের মরদেহ ( ছবি : দৈনিক অধিকার )

বান্দরবা‌নে নাইক্ষ্যংছ‌ড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়‌ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়া নিয়ে ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে ২ জন নিহত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ফাত্রা‌ঝি‌রির সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের নির্বাচন কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মংকিসা চাকমা নামে একজন মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় অংচাই মং মারমা নামে অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচন চলাকালীন সময় বিকালে স্থানীয় আছমত আলী বুলু মেম্বা‌রের লোকজন জাল ভোট দেওয়া চেষ্টা করলে অপর প্রার্থী বাবুল কা‌ন্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা বাঁধা দেয়। এ সময় কে‌ন্দ্রের সাম‌নে হাতাহাতির এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালালে ঘটনাস্থালেই একজন নিহত হয়।

এ সময় আহত অবস্থায় অংচাই মং মারমা নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাত্রা‌ঝি‌রি ভোট কে‌ন্দ্রের প্রিজাইডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মোহাম্মদ উসমান জানান, কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে হঠাৎ গুলির শব্দ পেলে জানা যায় কেন্দ্রের বাইরে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার দৈনিক অধিকারকে জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রা‌ঝি‌রির সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের নির্বাচনি কে‌ন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারি করছে। একপর্যায়ে টহলরত বিজিবি ওপর ২ মেম্বার প্রার্থীর সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ফাঁকা গুলি ছুড়লে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড