• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে জেল-জরিমানা

  রাজবাড়ী প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৯, ১৭:০৫
ইলিশ সংরক্ষণ টিমের অভিযানে আটক জেলেরা
ইলিশ সংরক্ষণ টিমের অভিযানে আটক জেলেরা (ছবি : দৈনিক অধিকার)

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১৮ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন ও ২০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

ইলিশ সংরক্ষণ টিমের গত ২৪ ঘণ্টার অভিযানে আটক ১৮ জন জেলের ১২ জন জেলেকে ১৭ দিন, পাঁচজনকে ২০ দিন করে কারাদণ্ড ও একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহা. মজিনুর রহমান অংশগ্রহণ করেন।

গত ২৪ ঘণ্টার অভিযানে ১২৫ কেজি মাছ, ৭১ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ, জালগুলো পুড়িয়ে নষ্ট এবং জব্দকৃত দুটি নৌকা নিলামে বিক্রি করা হয়।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টবর পর্যন্ত মা ইলিশ ধরা, বিক্রি ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড