• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে গৃহহীনদের মধ্যে চাবি হস্তান্তর

  পঞ্চগড় প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৯, ১৯:১১
পঞ্চগড়ে গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর
পঞ্চগড়ে গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর (ছবি : দৈনিক অধিকার)

‘জমি আছে, ঘর নেই' এই প্রতিপাদ্যে টিআর-কাবিটা কর্মসূচি আওতায় পঞ্চগড়ে গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় ঘরের চাবি অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ভুষিভিটা গ্রামের গৃহহীন আসমা বেগম ও তার বড় বোনের হাতে নির্মাণকৃত ঘরের চাবি তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন।

এ সময় গৃহহীন আসমা ও তার বড় বোন নতুন ঘরের চাবি পেয়ে খুশি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সূত্র জানায়, প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় জেলায় ১৭২টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৩১টি, বোদা উপজেলায় ৩৬টি, দেবীগঞ্জে ৪৬টি, আটোয়ারীতে ৩১টি ও তেঁতুলিয়া উপজেলায় ২৮টি। প্রত্যেকটি ঘর তিন শতক জমিতে নির্মাণ করা হয়েছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমসহ প্রশাসনের কর্মকর্তাগণ।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড