• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে একসঙ্গে দুটি চাকরি করায় শিক্ষক গ্রেফতার

  চট্টগ্রাম প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৯, ১৮:৫৩
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামে একজন ব্যক্তি দুটি প্রতিষ্ঠানে চাকরির অপরাধে রফিকুল ইসলাম (৪৩) নামে এক শিক্ষককে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেফতার করেছে। রফিকুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে দুদক কর্মকর্তারা নিশ্চিত করেন।

সূত্র জানায়, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে গত দেড় যুগ ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না।

দুদক-২-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফের সাদেক শিবলী বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারের আগে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড