• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলীকদমে চান্দের গাড়ি উল্টে ২ পর্যটক নিহত

  লামা প্রতিনিধি, বান্দরবান

১৩ অক্টোবর ২০১৯, ১৬:৫৭
সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনাস্থল ( ছবি : দৈনিক অধিকার )

বান্দরবানের আলীকদম উপজেলায় একটি পর্যটকবাহী চান্দের গাড়ি উল্টে ২ পর্যটক নিহত হয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে আলীকদম-থানচি সড়কের ১৫ কিলো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং এলাকার মোহাম্মদ দিদারুল ইসলাম (৩০) ও আবু তাহের (৩২)।

আহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ আবু তাহের (৫৪), কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নুরুল ইসলাম (৩০), জিয়াউল কবির (২৩), মো. তালেব (২২), মো. জয়নাল (২৮), মো. আলী (২৫), আবু তাহের (৫২), মো. জোবায়ের (২৮), শহিদ উল্লাহ (৩২) ও রেজাউল করিম (২৯)।

পরে খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, থানছি উপজেলা থেকে একটি পর্যটক বোঝাই একটি চান্দের গাড়ি আলীকদম যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের ১৫ কিলো এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং ১০ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন জানান, ঘটনার পর গাড়ি চালক ও সহকারী পালিয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড