• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক রাতেই ৩ স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট 

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৯, ১৬:১৯
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযান ( ছবি : দৈনিক অধিকার )

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক রাতে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বর ও কনের অভিভাবকদের অর্থদণ্ড করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব কিসমত পাড়ায় অভিযান চালিয়ে ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে দশম শ্রেণির ছাত্রী মানিয়া খাতুন (১৫) ও একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী আশা খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এসব অভিযানে বরের চাচা, কনের বাবা ও মায়ের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড