• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাপটি লম্বায় ৭ ফুট 

  পঞ্চগড় প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৯, ১৬:৩৩
অজগর সাপ
উদ্ধার করা অজগর সাপটি ( ছবি : দৈনিক অধিকার )

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় আবাসস্থল ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ ধরা পড়েছে। আড়াই থেকে তিন মাস বয়সী সাপটি লম্বায় প্রায় ৭ ফুট।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ এলাকায় থেকে ৭ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মুর্খাগছ গ্রামের পাথর শ্রমিক আসাদ আলী ও তার শ্যালক পাথর তুলতে গেলে সকালে ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদীর পাশে আজগর সাপটি দেখতে পায় তারা। পরে তারা সাপটিকে ধরে নিয়ে আসলে এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। এরপর সাপটি দেখতে আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ আসে।

এ বিষয়ে বনবিভাগের পঞ্চগড় নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দৈনিক অধিকারকে জানান, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এটি একটি অজগর সাপের বাচ্চা। বয়স আনুমানিক আড়াই থেকে তিন মাস। ওজন প্রায় ১৫ কেজি ও লম্বা প্রায় সাত ফুট। সাপটি সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড