• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদীতে নিখোঁজের ২ দিন পর মরদেহ উদ্ধার 

  গোপালগঞ্জ প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ২০:২৫
মরদেহ
মরদেহ উদ্ধার ( ছবি : প্রতীকী )

গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ২ দিন পর ইসহাক সিকদার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার উলপুর টোল

অফিস এলাকার মধুমতি নদী (মধুমতি বিলরুট চ্যানেল) থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান খানের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত ইসহাক সিকদার জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ গোয়াল গ্রামের ললিত সিকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মীর মো. সাজেদুর রহমান জানান, গত ৮ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকার মধুমতি নদীতে অনুষ্ঠিত বিজয়া দশমীর নৌকা বাইচের সময় নৌকা থেকে নদীতে পড়ে যায় ইসহাক সিকদার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ইসহাক সিকদারের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড