• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে নেই অমিত সাহার বাবা-মা

  নেত্রকোণা প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৭:৪১
অমিত সাহা
আবরার ফাহাদ হত্যা মামলার আসামি অমিত সাহা ( ফাইল ফটো )

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় অমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানী সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা অমিত সাহার বাড়ি নেত্রকোণায়। তবে ছেলে গ্রেফতার হলেও অমিত সাহার বাবা-মা রয়েছেন দেশের বাইরে ভারতে।

নেত্রকোণা শহরের আখড়ার মোড় এলাকায় অমিতদের বাসায় খোঁজ নিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, অমিতের বাবা রঞ্জিত সাহা ও মা দেবী রাণী সাহা গত ১৯ সেপ্টেম্বর ভারতে গেছেন।

এলাকার লোকজন অমিত সাহা সম্পর্কে জানায়, অমিত একজন ভালো মানুষ এবং শৈশব থেকেই সে মেধাবী। অমিতের বাবা রঞ্জিত সাহা একজন ধান ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধানের ব্যবসা করে আসছেন।

অমিত নেত্রকোণার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, রঞ্জিত সাহা ধানের ব্যবসা করে। তারা খুবই শান্ত ও নিরীহ প্রকৃতির মানুষ। আর অমিতও একজন ভদ্র ও মেধাবী ছেলে হিসেবেই এলাকায় পরিচিত।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড