নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এ উপলক্ষে শিল্পীর কবরস্থানে কুরআনখানি, শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়।
এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ওডি/এমবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড