• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুরে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, জরিমানা

  কুষ্টিয়া প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, ১৬:৫১
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার পর্যবেক্ষণে চার দোকান মালিকের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর তহ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় করে কৃষকের সঙ্গে প্রতারণার দায়ে ও বিপুল পরিমাণে শিম, চিচিঙ্গা, টমেটো, সোনালী ডাটা, মিষ্টি কুমড়ার মেয়াদোত্তীর্ণ বীজ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা আদায় করে।

এ সময় মিরপুর তহ বাজারের রওনক বীজ ভাণ্ডারকে ১০ হাজার টাকা ও অপর তিনটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড