উখিয়া প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাবাগান এলাকা থেকে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিস নামক বাস থেকে দুই হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রামু তুলাবাগান এলাকায় রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক মো. আবু আব্দুল্লাহর নেতৃত্বে টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সরাসরি স্পেশাল বাসে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে কৌশলে লুকায়িত অবস্থায় টুল বক্সের ভেতর থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় বাসের চালক মুহিবুল্লাহ (২২) ও সুপারভাইজার আব্দুর রহমানসহ (২০) বাসটি জব্দ করা হয়।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামু থানা হাইওয়ে পুলিশ।
রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ওডি/এএসএল
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড