• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাইরেক্টর পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

  গাজীপুর প্রতিনিধি

০৯ অক্টোবর ২০১৯, ১৭:০৬
আটক
আটক প্রতারক ইল্লাম শাহারিয়া (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় গাজীপুর সদর থানাধীন শিমুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইল্লাম শাহারিয়া (৩৭) ডিওএইচএস, ক্যান্টনমেন্ট বারিধারা, ঢাকার বাসিন্দা মো. সাদিক হাসানের ছেলে। সে সদর থানাধীন শিমুলতলী এলাকার জনৈক ওবাইদুলের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত।

এ ঘটনায় বুধবার (৯ অক্টোবর) দুপুরে এক প্রেস রিলিজে র‌্যাব জানায়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শিমুলতলী এলাকার মৌবাগ এলাকায় ওবায়দুলের বাসার দ্বিতীয় তলায় ইল্লাম শাহরিয়ারের ভাড়া বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এবং গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের উপস্থিতিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।

এ সময় ধৃত আসামির নিকট থেকে নিম্ন বর্ণিত মালামাল উদ্ধার করা হয়-

১। প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি সেক্রেটারির নামে আইডি কার্ড- ১টি। ২। অ্যাডিশনাল ডাইরেক্টরের নামে আইডি কার্ড- ১টি। ৩। ডেপুটি ডাইরেক্টরের নামে কাগজের প্রিন্ট করা কার্ড- ২ পাতা। ৪। ডেপুটি সেক্রেটারির কার্ড- ১ পাতা। ৫। ডেপুটি ডাইরেক্টরের নামে ভিজিটিং কার্ড- ৫০০টি। ৬। সত্যায়িত প্রজ্ঞাপন- ২ পাতা। ৭। প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিস আদেশ- ৪ পাতা। ৮। বিভিন্ন প্রকার ব্যক্তির নামে (এসএসএফ পরিচালক, সচিব, ব্রিটিশ হাইকমিশনার, বিভিন্ন ব্যাংকসহ বিভিন্ন অফিসের নামে)- ১৫টি সিল। ৯। প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রামের ট্রাক সুট (শার্ট জলপাই রং-০১ টি, সাদাকালো-০১ টি)। ১০। প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম ছোট-বড়- ২০টি। ১১। বাংলাদেশের মানচিত্র মনোগ্রাম- ৫টি। ১২। প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম যুক্ত আইডি কার্ডের ফিতা- ২টি। ১৩। এসএসএফের মনোগ্রামসহ ফিতা- ৩টি। ১৪। ডাচ-বাংলা ব্যাংকের চেক বই- ১টি। ১৫। সাউথ ইষ্ট ব্যাংকের চেক বই- ১টি। ১৬। সোনালী ব্যাংকের চেক বই- ১টি। ১৭। ট্রাস্ট ব্যাংকের চেক বই- ১টি। ১৮। নগদ ৬ লাখ টাকা। ১৯। ২টি মোবাইল ফোন। ২০। টয়োটা আলফার্ড সাদা রঙ্গের মাইক্রোবাস- ১টি। ২১। পিএমও লেখা কালো ক্যাপ- ১টি। ২২। জ্যাকেট বাদামী রঙের- ১টি। ২৩। এসএসএফের জলপাই রঙের পোশাক- ১টি। ২৪। সিগন্যাল লাইট- ১টি। ২৫। ওয়াকিটকি সেট- ২টি। ২৬। লাইটার পিস্তল- ১টি। ২৭। খেলনা পিস্তল- ১টি। ২৮। এসএসএফের আইডি কার্ড- ১টি। ২৯। প্রধানমন্ত্রী কার্যালয়ের আইডি কার্ড- ১টি। ৩০। ঢাকা মেট্রো-র-১০১২ লিখা ১টি গাড়ির নেইম প্লেট এবং উল্লেখিত গাড়ির সমস্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ইল্লাম শাহরিয়া পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। কিন্তু ওই পেশার আড়ালে সর্বসাধারণের কাছে সে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয় দানের পাশাপাশি তার ব্যবহৃত গাড়ি ব্যবহার করে আসছিল। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন স্টিকার, মনোগ্রাম, ওয়াকিটকি সেটসহ এসএসএফের ব্যবহৃত পোশাক ও ক্যাপ ব্যবহার করে আসছিল।

সে দীর্ঘদিন যাবৎ নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের নিকট থেকে চাকরি, পদোন্নতি, বদলী, বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে ওই আসামি।

এছাড়াও সরকারি কাজে বাধা প্রদানের জন্য উপস্থিত গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস গ্রেফতারকৃত আসামি ইল্লাম শাহরিয়াকে আইন অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক আসামিকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে র‌্যাব ওই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড