• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  ময়মনসিংহ প্রতিনিধি

০৮ অক্টোবর ২০১৯, ১৭:৫২
ময়মনসিংহ
মানববন্ধনে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধনের আয়োজন করে প্রগতিশীল ছাত্র জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বেশকয়েকটি সংগঠন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সুজনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফসহ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমীন রনি, ছাত্র ইউনিয়নের সভাপতি আসজাদুল বোরহান তাহাসিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন শুভ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখা আহবায়ক ঝর্ণা আফরিন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলামসহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দখলদারিত্ব দূর করে আবরার ফাহাদ হত্যাসহ সকল সাধারণ ছাত্র হত্যার বিচার দাবি করেন।

পরে ফিরোজ-জাহাঙ্গীর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড