• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় বজ্রপাতে ঝরে গেল দুই প্রাণ

  সাতক্ষীরা প্রতিনিধি

০৭ অক্টোবর ২০১৯, ২১:০৫
বজ্রপাত
(ছবি : প্রতীকী)

সাতক্ষীরার পৃথক দুইটি উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বজ্রপাতে নিহতরা হলেন- দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মৃত আহাদ মোড়লের ছেলে আব্দুল মালেক মোড়ল (৫০) ও শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের কামরুল ইসলাম গাজীর ছেলে টুটুল হোসেন তুহিন (২২)।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে জেলার দেবহাটা ও শ্যামনগর উপজেলায় পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মালেক মোড়ল বাড়ির পাশের মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ দিকে, প্রায় একই সময়ে শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের মৎস্য ঘের কর্মচারী টুটুল হোসেন তুহিন উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকার একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হুদা পৃথক বজ্রপাতে দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড