• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ 

  সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ অক্টোবর ২০১৯, ২২:২৪
লাশ হস্তান্তর
বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর ( ছবি : দৈনিক অধিকার )

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি যুবকের লাশ ৪ দিন পর বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে।

রবিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশ, বিজিবি ও ভারতীয় পুলিশ ও বিএসএফের সমন্বয়ে লাশ হন্তান্তর করা হয়। নিহত যুবক মো. কামরুল ইসলাম (২৩) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের আসক আলীর ছেলে।

জানা যায়, নিহত কামরুল ইসলাম গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারতের সোনালীচেলায় প্রবেশ করে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত হন। ঘটনার দিন সন্ধ্যায় কয়েকজন মিলে ভারত থেকে গরু আনতে গেলে সীমান্ত এলাকার প্রায় ১৫শ গজ ভেতরে কামরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে সিলেট বিজিবি ক্যাম্পে ওই যুবকের ছবি পাঠানো হয়। এরপর কামরুলের পরিবার লাশের ছবি দেখে তাদের সন্তান বলে চিহ্নিত করে।

লাশের ময়না তদন্ত শেষে রবিবার বিকালে দুদেশের বিজিবি ও বিএসএফের সমন্বয়ে লাশ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার থানার ওসি তদন্ত মো. বেলায়েত হোসেন, এসআই রাকিবুল হাসান, ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার সিলাই পুলিশ স্টেশনের এসআই ই-রাইনডং।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড