• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  ভোলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০১৯, ১৬:২৯
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত টিম (ছবি : দৈনিক অধিকার)

ভোলায় পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, ২ জনের জেল ও ৩টি আড়ত সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ ছিল গত কয়েক দিন ধরে ভোলার পাইকারি পেঁয়াজ বাজারে কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রির করা হচ্ছিল তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরই পাল্টে যায় চিত্র। ভ্রাম্যমাণ আদালত দেখা মাত্রই আড়তদাররা ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চকবাজারের মেসার্স রানা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেদারী মোহন সাহা স্টোরের একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড, পেঁয়াজ মজুদ করার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি আড়তকে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন জানান, অতিরিক্ত পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে ভোলা জেলায় এই চলমান অভিযান অব্যাহত থাকবে। আজ ভোলার কাঁচাবাজার নতুন বাজার এলাকাসহ ভ্রাম্যমাণ আদালত পেঁয়াজপট্টির ৮ থেকে ১০টি আড়তে এ অভিযান চালায়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড