• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ খোয়াল একজন

  ফরিদপুর প্রতিনিধি

০৫ অক্টোবর ২০১৯, ১৯:৫০
বিদ্যুৎস্পৃষ্টে নিহত
(ছবি : প্রতীকী)

বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সেলিম শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত সেলিম শিকদার উপজেলার খালাসী ডাঙ্গী গ্রামের হাজী আব্দুল খালেক শিকদারের ছেলে ও দুই ছেলে ও এক মেয়ের জনক।

শনিবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ঢেউ-খালী ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে বাড়ির সামনের জামে মসজিদের গাছের ডাল কাটা হলে ওই ডাল পড়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মসজিদের বারান্দার টিনের চালের উপরে দাঁড়িয়ে বিদ্যুতের তার জোড়া দিতে গেলে বিদ্যুতায়িত হয় সেলিম শিকদার। পরে ঘটনাস্থলে উপস্থিত আশপাশের লোকজন এ অবস্থা দেখতে পেয়ে বাঁশের লাঠি দিয়ে বিদ্যুতের সংযোগ থেকে তাকে উদ্ধার করে। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য সদরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম শিকদারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড