• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুর উপ নির্বাচন

সাদ-রিটার লড়াই আজ

  নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০১৯, ০৪:০৪
উপ নির্বাচন
জাপা প্রার্থী সাদ ও বিএনপি প্রার্থী রিটা (ছবি : ফাইল ফটো)

জাপার প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর তফসিল ঘোষণা অনুযায়ী আগামীকাল আসনটির উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ইতোমধ্যে ভোটগ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের সকল সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনি এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র জানায়, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত রাষ্ট্রপতি ও এরশাদ পুত্র জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি এরশাদ সাদ, বিএনপি প্রার্থী রিটা রহমান, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহ ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল।

আ. লীগ প্রার্থী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করার কারণে এরশাদ পুত্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন রিটা রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৪২ হাজার ৯২৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট।

রংপুর-৩ আসনের উপ নির্বাচনে সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ইতোমধ্যে নির্বাচনি এলাকায় সব উপকরণ পৌঁছে গেছে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ইভিএমও। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। আশা করছি, সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে।

এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড