• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শরৎকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

  যশোর প্রতিনিধি

০৪ অক্টোবর ২০১৯, ১৫:৪২
কবিতা উৎসব
শরৎকালীন কবিতা উৎসব (ছবি : দৈনিক অধিকার)

যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) উদ্যোগে শরৎকালীন কবিতা উৎসব ও ১৯৫তম মাসিক সাহিত্য অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম, কবি ড. শাহনাজ পারভীন, কবি মোহাম্মদ আব্দুল খালেক।

উৎসবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, অ্যাডভোকেট মাহমুদা খানম, আহমদ রাজু, রবিউল হাসনাত সজল, আবুল হাসান তুহিন।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, মো. আব্দুল আলীম, সাধন কুমার অধিকারী, কুতুব উদ্দিন বিশ্বাস, লায়লা বেগম, কমলেশ চক্রবর্তী, সনৎ কুমার কুন্ডু ও এএফএম মোমিন যশোরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রফিকুল হাসান বলেন, কবি-সাহিত্যিকরা আছেন বলে সমাজ এখনো সুন্দর আছে। ভালো কাজ হয়। সৃষ্টিশীল লেখা দিয়ে আমাদের সমাজকে পরিচালিত করে। উন্নয়নের স্বপ্ন দেখায়। নিঃস্বার্থে আমাদের সমাজ বিনির্মাণে যে ভূমিকা রেখে চলেছেন তার জন্য সকল সৃষ্টিশীলদের ধন্যবাদ জানাতে হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড