• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে পদ্মার পানি বিপদসীমার উপরে

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০১ অক্টোবর ২০১৯, ১৩:৫৯
পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট
পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি দীর্ঘ ১৬ বছর পর বিপদসীমা অতিক্রম করল

পাবনার ঈশ্বরদীতে পাকশী পদ্মা নদীর পানির উচ্চতা বিপদসীমার উপরে উঠে গেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২টায় হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার অতিক্রম করেছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ১৬ ঘণ্টায় পানির উচ্চতা ১০ সেন্টিমিটার বাড়ে।

যেভাবে পানির উচ্চতা বাড়ছে, তাতে এবার ১৬ বছরের রেকর্ড ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন, পাউবো কর্মকর্তারা।

পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সকাল ১২টা পর্যন্ত পানির উচ্চতা বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটারের উপরে পরিমাপ করা হয়েছে। এর আগে ২০০৩ সালে সর্বোচ্চ ১৪ দশমিক ২৮ সেন্টিমিটার পর্যন্ত পানির উচ্চতা বেড়েছিল। তারও আগে ১৯৯৮ সালে একবার পানির সর্বোচ্চ উচ্চতা পরিমাপ করা হয়েছিল ১৫ দশমিক ১৯ সেন্টিমিটার।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড