• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলেকে পুলিশে দিল বাবা-মা

  সারাদেশ ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪
কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত নেশাগ্রস্ত ছেলে আজিম উদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

নেশাগ্রস্ত ছেলে আজিম উদ্দিনের (৩০) অত্যাচার সইতে না পেরে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন অসহায় এক বাব-মা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। ওই দিন সকালে বাবা-মাসহ পরিবারের লোকজন তাকে আটক করে নাসিরনগর থানা পুলিশে সোর্পদ করে।

সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের রফিক মিয়ার ছেলে।

আজিম উদ্দিনের মা কুলসুমা বেগম জানান, নেশার টাকার জন্য প্রায় ছেলে আমাদের ও পবিবারের অন্য সদস্যদের বিভিন্ন ভাবে নির্যাতন করত। টাকা না দিলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করত সে। এমনকি মাদকাসক্ত আজিম উদ্দিন তার বাবসহ আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করত।

পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে আটক করে বাবা-মার উপস্থিতিতে নাসিরনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। এরপর দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজগর আলীর আদালতে তাকে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত আজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড