• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে বসত বাড়িতে আগুন

  সারাদেশ ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৬
আগুন
আগুন (ফাইল ছবি)

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে তিন বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে। বসতঘরে লাগা আগুনে নগদ টাকা, কৃষিপণ্য, গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু কুমার মন্ডল ও এলাকাবাসী জানান, সালুয়া গ্রামের ভবেস চন্দ্রের ছেলে বিপুল চন্দ্রের ঘড় থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আশপাশের সব কয়টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরগুলোতে থাকা পরিধেয় বস্ত্র, আসবাবপত্র, ধান, চাল, পাট, গরু ও নগদ টাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে সালুয়া গ্রামের ভবেস চন্দ্র ও তার দুই ছেলে বিপুল চন্দ্র ও কর্ণ চন্দ্রের তিনটি বাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ভবেস চন্দ্রসহ ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু কুমার মন্ডল।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড