• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদ্রাসাছাত্র অপহরণ, মুক্তিপণ ৩০ হাজার টাকা 

  ময়মনসিংহ প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮
অপহৃত মাদ্রাসাছাত্র
অপহৃত মাদ্রাসাছাত্র আশিক ( ফাইল ফটো )

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আশিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে আপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও পৌরসভার রেলস্টেশন সংলগ্ন হিফজুল কুরআন মাদ্রাসা থেকে তাকে অপহরণ করা হয়। পরে এ ঘটনায় শনিবার রাত ১২টার দিকে অপহৃতের মা জোসনা বেগম বাদী হয়ে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।

আশিক গফরগাঁও উপজেলার পাগলাথানাধীন পাচঁবাগ ইউনিয়নের চৌকা এলাকার সৌদি প্রবাসী আলতাফ হোসেনের ছেলে এবং ওই মাদ্রাসার কিতাব খানার ছাত্র।

শিক্ষার্থীর মা জোসনা জানান, আমার ছেলে আশিক হাফিজুল কুরআন মাদ্রাসায় বোডিংয়ে থেকে লেখাপড়া করে। শনিবার সকাল ১১টায় মাদ্রাসার এক শিক্ষক আমাকে ফোন করে জানায় আশিককে পাওয়া যাচ্ছে না। পরে স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তাকে।

তিনি আরও জানান, শনিবার দুপুর ২টার দিকে অপহরণকারীরা ফোন করে একটা বিকাশ নম্বর দিয়ে বলে আশিককে পেতে হলে ৩০ হাজার টাকা লাগবে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় তার মা বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড