• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেভেন স্টার ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যুতে মানববন্ধন

  নীলফামারী প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭
মানববন্ধন
মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

নীলফামারীর ডোমার সেভেন স্টার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের সময় প্রসূতির মৃত্যুতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া এলাকার রবিউল ইসলাম তার স্ত্রী মেঘলা বেগমকে প্রসব ব্যথা নিয়ে গত ২০ সেপ্টেম্বর রাতে ভর্তি করায় ওই ক্লিনিকে। সিজারের জন্য ১৪ হাজার টাকা চুক্তি হলে নগদ ২ হাজার টাকা পরিশোধ করে ক্লিনিক কর্তৃপক্ষকে। রাতেই সিজারের সময় প্রসূতি মেঘলা বেগমের মৃত্যু হয়। ওই ঘটনাকে ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ পরদিন তড়িঘড়ি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। এ সময় রোগীর সঙ্গে থাকা স্বজনরা বাধা দেয়।

নিহতের স্বামী রবিউল ইসলাম বলেন ,আমার স্ত্রীকে অপারেশন টেবিলে মেরে ফেলছে ওয়ার্ড বয় রনজিৎ কুমার। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের ভাসুর বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী রক্ত দেওয়ার পরেও তাদের অবহেলায় অপারেশন টেবিলেই মেঘলার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ডোমার থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন বলেন, ডোমারের ওই ক্লিনিকে একজন প্রসূতির মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে অফিসিয়ালি জানলে ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড