• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে কোটি টাকার জালনোটসহ ধরা ২

  সাভার প্রতিনিধি, ঢাকা

২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১
জালনোট
উদ্ধারকৃত জালনোট (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ায় এক কোটি টাকার জালনোটসহ দুই জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৪।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদের আটক করা হয়।

আটককৃত দুই জাল টাকা ব্যবসায়ী হলেন- সেকেন্দার ও নাহিদ।

র‍্যাব জানায়, দুপুরে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জালনোটসহ ওই দুই জনকে আটক করে। এ সময় তাদের কাজ থেকে এক হাজার টাকা নোটের একশটি বান্ডিল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায় আটককৃত দুই জাল টাকা ব্যবসায়ী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। এ দিকে, জাল টাকার মেশিন উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

আটককৃত দুই জাল টাকা ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড