• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় ভুয়া পুলিশ আটক

  সারাদেশ ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩০
ভুয়া পুলিশ
আটককৃত ভুয়া পুলিশ ( ছবি : সংগৃহীত )

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় এক ভুয়া পুলিশকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জেলা শামীম আহমেদ নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে (৩৪)।

জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুয়া পুলিশ কলমাকান্দা থানার উপ-পরিদর্শক পরিচয়ে পূর্ব বাজারের একা ফার্নিচারের দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষণিক আবারও ১০ হাজার টাকা দাবি করে ভুয়া পুলিশ রেজা শামীম আহম্মেদ। এ সময় দোকানের মালিকের সন্দেহ হলে তিনি কলমাকান্দা থানা পুলিশকে খবর দেয়। পরে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছ থেকে তাকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান জানান, আটককৃত শামীম পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড