• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা  

  সারাদেশ ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৯
হত্যা
নিহত রেজুয়ান হোসেন। (ছবি : দৈনিক অধিকার)

জয়পুরহাটের পাঁচবিবিতে রেজুয়ান হোসেন (২৭) নামের এক যুবককে দিন দুপুরে সবার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত রেজুয়ান জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরীর ছেলে। সে বালু ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়াও তিনি স্থানীয় চরমপন্থী সংগঠন ‘কাঁদামাটি’ গ্রুপের সদস্য ছিল বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে রেজুয়ান তার নিজ বাসা থেকে অটোরিকশাযোগে জিয়ার মোড় এলাকায় যান। সেখানে যাওয়ার পর তিনি নূর আলমকে অটোরিকশা নিয়ে একটু দূরে দাঁড়াতে বলেন। নূর আলম অটোরিকশা নিয়ে দূরে যাওয়ার পর পরই ঘটনাস্থলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮/১০ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রেজুয়ানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, রেজুয়ানের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং একাধিক মামলায় তিনি জেলও খেটেছেন। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি- তিনি চরমপন্থী সংগঠন ‘কাঁদামাটি’ গ্রুপেরও সদস্য ছিলেন।

ওডি/টিএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড