• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুকুরে ছিল বিশাল কুমির

  সারাদেশ ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩২
কুমির
পুকুর থেকে বিশাল কুমির উদ্ধার। (ছবি : দৈনিক অধিকার)

রাজাহীর চারঘাট উপজেলার একটি পুকুর থেকে জীবন্ত একটি কুমিরকে উদ্ধার করা হয়েছে। বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর ও চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়।

নদীতে থাকা কুমির ডাঙ্গায় চলে আসার খবরে আশে-পাশের এলাকা থেকে শত শত নারী পুরুষ কুমির দেখতে ভিড় জমাতে থাকে সেই পুকুরপাড়ে। স্থানীয়রা জানায়, জনতার ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন প্রশাসন। তবে কুমিরটি কারো কোনো ধরনের ক্ষতি করেনি।

কুমির উদ্ধার হওয়ায় পুকুরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শী মনিমুল ইসলাম অধিকার নিউজকে বলেন, রবিবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে পুকুরে দিকে তাকাতেই দেখি একটি কুমির মাঝে মাঝে মাথা উঁচু করে পাড়ের দিকে আসছে। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তারাও দেখতে পায় কুমিরটিকে। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে রাজশাহীর বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে জীবন্ত কুমিরটিকে উদ্ধার করেন তারা।

বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর অধিকার নিউজকে বলেন, উদ্ধার হওয়া কুমিরটি মিঠা পানির। এই কুমিরটি পথভ্রষ্ট হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত ক্যানেল দিয়ে ডাঙ্গায় চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। রাতের আঁধারে ক্যানেল থেকে পুকুরের পানিতে নেমে গেছে। সৌভাগ্য প্রাণীটি কারো কোনো ক্ষতি করতে পারেনি। তবে যেকোনো সময় ক্ষতি করতে পারত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক অধিকার নিউজকে বলেন, কুমির ডাঙ্গায় চলে আসার খবর শুনে তাৎক্ষণিত বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরে খবর দিয়ে তাদের চেষ্টায় অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। বন্য প্রানীটি বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে।

ওডি/টিএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড