• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে তিন ক্লাবে অভিযান

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে জুয়ার আলামত

  চট্টগ্রাম প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে উদ্ধার হওয়া সরঞ্জাম (ছবি : অধিকার)

ক্যাসিনো-কাণ্ডের পর দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের তিনটি ক্লাবে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে নগরীর হালিশহর আবাহনী ক্লাব, সদরঘাটের মোহামেডান ক্লাব ও আইস ফ্যাক্টরি রোডের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে এ অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র থেকে দুটি ধারালো অস্ত্র ও জুয়ার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে উদ্ধার হওয়া সরঞ্জাম (ছবি : অধিকার)

র‌্যাব-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, মাদক ও অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তিন ক্লাবে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে জুয়া খেলার আলামত মিলেছে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান প্রায় শেষ পর্যায়ে। এখনো কাউকে আটক করা যায়নি।

ওডি/এমআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড