• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনমজুরকে নির্যাতনের জেরে তিন শিক্ষককে হাতুড়িপেটা

  নড়াইল প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৮
আহত
দিনমজুরকে নির্যাতনের ঘটনার জেরে হামলায় আহত দুইজন শিক্ষক (ছবি : দৈনিক অধিকার)

পানির পাম্প চুরির কথিত অভিযোগে নড়াইলের লোহাগড়ার চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রকি মোল্যা (৩৩) নামে এক দিনমজুরকে নির্মম নির্যাতনের জেরে তিন শিক্ষককে হাতুড়িপেটা করেছে আহত দিনমজুরের সমর্থকেরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার স্কুলে যাওয়ার পথে দিনমজুর রকির লোকজন প্রথমে ওই তিন শিক্ষককে বাধা প্রদান করে হুমকি-ধমকি দেয়। এ সময় বিদ্যালয়ে না গিয়ে ফিরে আসেন তারা। পরে দুপুর দেড়টার দিকে নিজ স্কুলে পুনরায় যাওয়ার পথে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে আহত দিনমজুরের সমর্থকেরা প্রধান শিক্ষক শেখ মো. শাহাবুদ্দিন (৫৪), সহকারী শিক্ষক মো. মহসিন আলম (৪৬) ও সহকারী শিক্ষক মো. সইবুর রহমানকে (৩৯) লাঠিসোঠা ও হাতুড়ি দিয়ে মারপিট করে। পরে স্থানীয়রা আহত শিক্ষকদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করায়।

আহত চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহাবুদ্দিন অভিযোগ করেন, দুপুরে স্কুলে যাওয়ার পথে কলাগাছি এলাকার টিটুল, ফারুক, ইসহাক, আসাদ, তিলায়েত, রবি, ফয়সালসহ সাতজন আমাদের মারপিট করে।

আরও পড়ুনঃ নড়াইলে বিদ্যালয়ের পাম্প চুরির অভিযোগে দিনমজুরকে নির্যাতন

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মোহাইমিন বলেন, শিক্ষকদের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে সহকারী শিক্ষক মো. সইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজন শিক্ষক বর্তমানে এ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন জানান, শিক্ষকদের মারপিটের ঘটনা শুনেছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কথিত চুরির অভিযোগে দিনমজুরকে মারপিটের ঘটনায় ভুক্তভোগী রকি এখনো মামলা দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড