• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক দম্পতি আটক

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০
আটক  বাবলু রায়
আটক বাবলু রায় (ছবি : দৈনিক অধিকার)

টার্কি মুরগি পালনে প্রচুর মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রংধনু ট্রেডার্সের মালিক ও তার স্ত্রীকে আটক করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ।

শনিবার দুপুরে (২১ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে বাবলু রায় (৪৫) ও তার স্ত্রী মুক্তি রানী (৪০)।

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর ওয়াহেদ আলী। আটক রংধনু ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, আটক বাবলু ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার পালিত মুরগি নিয়ে কাউকে ভুয়া চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যানসহ অন্যরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা বিভিন্ন থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল। অবশেষে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে স্ত্রীসহ বাবলু রায়কে আটক করে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড