• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রামেক হাসপাতালে সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  রাজশাহী প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২
রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ
রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ (ছবি : দৈনিক অধিকার)

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম দুর্নীতি বন্ধ, রোগীদের খাবারে বাসি-পচা খাবারসহ খাদ্য সরবরাহকারী ঠিকাদারদের দৌরাত্ম্য বন্ধ ও রোগীদের সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচি থেকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, রাজশাহীতে পাইন লাইনে অবিলম্বে গ্যাসের পূর্ণ সংযোগ দেওয়ার দাবি জাননো হয়। এছাড়া রাজশাহী জেলা ও মহানগরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান ও মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে নগরীর নিউ মার্কেট থেকে সড়ক ফুটপাত দুখলমুক্ত করার দাবি জানানো হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টব্যাপী এ কর্মসূচিতে অন্যদের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারনার রশিদ, একাত্তরের গেরিলা যোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু ও প্রকৌশলী খাজা তারেক প্রমুখ।

সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখন চিকিৎসাসেবার পরিবর্তে অপচিকিৎসালয়ে পরিণত হয়েছে। রোগীরা চিকিৎসা সেবার পরিবর্তে নার্স, ইন্টার্ন চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারিদের হাতে নাজেহাল হচ্ছে প্রতিনিয়ত। অধিকারের কথা বলতে গেলে রোগী ও তার স্বজনরা হয়রানির শিকার হচ্ছেন। এসব বন্ধ করে রোগীবান্ধব হাসপাতালের দাবি জানান তিনি।

জামাত খান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার তা নিশ্চিত করতে হবে। রামেক হাসপাতাল পরিচালক ও পর্ষদের ব্যার্থ সদস্য সচিবসহ মেডিক্যালের ওষুধ চুরি, টেন্ডারবাজির কারণে সভা থেকে হাসপাতাল পরিচালকের অপসারণও দাবি করেন তিনি। দীর্ঘদিন ধরে যেসব চিকিৎসক হাসপাতালে আঁকড়ে আছেন তাদের অবিলম্বে বদলীর দাবি জানান তিনি।

জামাত খান বলেন, সম্প্রতি রাজশাহী নগরী ও জেলার আনাচে-কানাচে মাদকের অবাধ বাণিজ্য চলছে। এর পেছনে বড় বড় সিন্ডিকেট রয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান চললেও মাদকের গড়ফাদারার আইনের আওতায় আসছে না। এ কারণে বন্ধ হচ্ছে না মাদকের আগ্রাসন। তাই মাদকের গডফাদারদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে ২০১৩ সালে গ্যাস সরবরাহ চালু করা হলেও তা আমলাতান্ত্রিক জটিলতায় ষড়যন্ত্র করে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ থেকে রাজশাহী নগরীতে আবারো গ্যাসের সংযোগ দেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, সম্প্রতি রাজশাহীতে সড়ক সংস্কারের নামে সড়কের গাছ কেটে সাবাড় করা হয়েছে। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে কাকনহাট হয়ে আমনূরা পর্যন্ত ৩৫ কিলোমিটার রাস্তার দুই হাজার গাছ নিধন করা হয়েছে। সরকার যেখানে বার বার সবুজায়ন করার চেষ্টা করছে সেখানে রাজশাহীজুড়ে অবাধে বৃক্ষ নিধন করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। অবিলম্বে এসব যদি বন্ধ করা না হয়, তাহলে অবিলম্বে কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড