গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলায় মাদক মামলার আসামি হাসানকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) খাঁন মোহাম্মদ শাহারিয়ার জানান, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফকির পাড়া নামে একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ ৭ বছর যাবত মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন।
হাসান উপজেলার ফকির পাড়া গ্রামের প্রয়াত আব্দুল বাতেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ওডি/এসজেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড