• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামীকাল চট্টগ্রামে আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  চট্টগ্রাম প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪
আওয়ামী লীগ
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

শনিবার (২১ সেপ্টেম্বর) ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, উত্তর জেলা আ. লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

১৯৯১ সালে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর টানা ২৫ বছর এই পদে আসীন ছিলেন প্রয়াত মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী। ২০১৬ সালের ২৭ অক্টোবর শফিকুল ইসলাম চৌধুরীর বেবীর মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন কামাল উদ্দিন আহমেদ। চলতি বছরের জুলাই মাসে মৃত্যুবরণ করলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন আনোয়ারুল ইসলাম। তাই এই সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছর পর দলের শীর্ষ নেতৃত্বে নতুন কাউকে পেতে যাচ্ছে রাউজানের আওয়ামী পরিবার এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম। এছাড়া উত্তর জেলা আওয়ামী নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম।

দীর্ঘ ২২ বছর পর নেতৃত্বে পরিবর্তন আসছে সাধারণ সম্পাদক পদে। গত মাসখানেক সময়কাল ধরে রাউজানের রাজনৈতিক অঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সরগরম। সম্মেলনকে ঘিরে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি। বিভিন্ন উপকমিটির সমন্বয়ে একটি সফল সম্মেলন উপহার দিতে চায় সম্মেলন বাস্তবায়ন কমিটি। দফায় দফায় প্রস্তুতি সভার মাধ্যমে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আবদুল ওহাব এবং সচিব আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ইতিমধ্যেই ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলন সফল করতে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

এ দিকে সম্মেলনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার সর্বত্র। এই সম্মেলনেই যোগ্যতার ভিত্তিতে প্রত্যাশিত পদ পাওয়ার বিষয়ে আশাবাদী পদ প্রত্যাশীরা। তবে সভাপতি পদে যাদের নাম বেশি আলোচনায় রয়েছে তারা হলেন কাজী আবদুল ওহাব, আনোয়ারুল ইসলাম ও অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, ভুপেষ বড়ুয়া, জমির উদ্দিন পারভেজ, সরোয়ার্দী সিকদার, সাইফুল ইসলাম চৌধুরী রানাসহ আরও একাধিক নেতার নাম। এছাড়া দলের অন্যান্য পদে অনেকের নাম শোনা যাচ্ছে। তবে নতুন কমিটির ব্যাপারে মুখ খুলছে না কেউ। তাই অনেকটা নিশ্চিত করে কেউ বলতে পারছে না কারাই আসছেন নতুন নেতৃত্বে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যাতে সম্মেলন বাস্তবায়ন কমিটি একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পারে সেদিকেই মনোযোগী সবাই। সম্মেলনকে সফল করার লক্ষ্যে বুধবার নিজেদের প্রস্তুতি সভা সম্পন্ন করেছে রাউজান উপজেলা যুবলীগ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড