• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উখিয়ায় এনজিও কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

  উখিয়া প্রতিনিধি, কক্সবাজার

১৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৯
নিহতের লাশ
নিহত এনজিও কর্মীর লাশ (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাজহারুল ইসলাম নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তার কাছ থেকে ব্র্যাক এনজিও সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয় লোকজন একজনকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

নিহতের কাছে পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়। তার নাম মাজহারুল ইসলাম এবং বাড়ি পীরগঞ্জ কলোনির হাট। তার কাছ থেকে ব্র্যাক এনজিও সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে সে জানায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড