• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোবাইল দিয়ে ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক

  যশোর প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩
যশোর
ছবি : দৈনিক অধিকার

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ক অধিকারী (৯) নামে এক ছাত্রকে মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষক লতা অধিকারীর বিরুদ্ধে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় অর্ক অধিকারীকে স্থানীয় পল্লী চিকিৎসক অরবিন্দু রায়ের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

স্কুলছাত্র অর্ক অধিকারী বাঘারপাড়া উপজেলার পৌরসভা এলাকার (দোহাকুলা) কলেজ রোডের মিষ্টি বিক্রেতা শচিন অধিকারীর ছেলে এবং দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

অর্কের বন্ধুরা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় অর্ক দুষ্টামি করে। এ সময় স্কুলের সহকারী শিক্ষক লতা অধিকারী তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্কুলে হৈ চৈ পড়ে যায়। এ সময় স্কুলের শিক্ষকরা অর্ক অধিকারীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যায়।

এ বিষয়ে সাংবাদিকদের ছবি তুলতে ও তথ্য দিতে অপারগতা প্রকাশ করে স্কুলছাত্রের অভিভাবক। তবে, অভিযুক্ত সহকারী শিক্ষক লতা অধিকারী বলেন, আমার প্রেসার বেড়েছে। আমি এখন কথা বলতে পারছি না।

স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, অভিভাবকরা মাফ করে দিয়েছে। ব্যাপারটি এখানে শেষ। এ নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সে বিষয়ে অনুরোধ রইল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, আমি এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড