• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে বাসচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত, সড়ক অবরোধ

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০
কুড়িগ্রাম
জেলার ম্যাপ

কুড়িগ্রামে ঢাকাগামী একটি নৈশ কোচে চাপা পড়ে খায়রুল আলম লাল (৫৩) নামের এক মাদ্রাসা শিক্ষক ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামে-রংপুর সড়কের আরডিআরএস বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল আলম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নপরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং উৎসাহীপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও এলাকাবাসী জানান, খায়রুল আলম লাল সকালে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম-রংপুর সড়ক পার হওয়ার সময় কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী হক স্পেশাল নামের এই নৈশ কোচের নিচে চাপা পড়েন। গুরুতর অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করলে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড