• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লুট করা মালামালসহ ধরা পড়ল দুই ডাকাত

  সারাদেশ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২২
গ্রেফতার
ডাকাতির মামলায় গ্রেফতারকৃতরা (ছবি : সংগৃহীত)

লুট করা মালামালসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আলোচিত ডাকাতি মামলার দুই আসামি তানজিম (২৫) ও রাসেলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে বরিশাল কোর্ট রোড স্টিমার ঘাট থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছরের জুলাই মাসে এক রাতেই বিজিবির (অব.) মুক্তিযোদ্ধা সোবেদারের বাড়িসহ দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত দল ওই দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবারগুলোর পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়।

দীর্ঘ দুই মাস অনুসন্ধান চালিয়ে ওই ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে লুট করা মুঠোফোন ও মালামালসহ আটক করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, গ্রেফতারকৃত দুইজনই ডাকাত দলের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার তাদের আদলতে সোপর্দ করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড