• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রদলের দুই নেতার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

  খাগড়াছড়ি প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৭
খাগড়াছড়ি
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নুরসাদ হোসেন বাপ্পি ও যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেলকে আটকের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি ভাঙাব্রিজ হয়ে প্রধান সড়কে উঠতে চাইলে বাধার মুখে পড়ে। পরে মিল্লাত চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহসভাপতি আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পি দাশসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা (ছবি : দৈনিক অধিকার)

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের এ দুই নেতাকে আটক করেছে। এ সময় নেতাকর্মীরা দ্রুত সময়ের আটক দুই ছাত্রদল নেতার মুক্তির দাবি করেন। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারি জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, ছাত্রদলের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিতে গেলে ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ নুরসাদ হোসেন বাপ্পি ও আবুল কাশেম রাসেল আটক করে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড