• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ টাকা কেজির চালসহ চেয়ারম্যান ও ডিলার আটক

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৬
চাঁপাইনবাবগঞ্জ
আটককৃতরা (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৫৬০ বস্তা চালসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিলারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড় এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার আব্দুল্লাহ আল মামুন জজ।

সদর থানার ওসি জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেওয়া ১০ টাকা কেজির চাল বিক্রি না করে চেয়ারম্যানের বাড়িতে মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে ৫৬০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয় এবং চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ডিলার আব্দুল্লাহ আল মামুন জজ আটক করা হয়। তাদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড