• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমি তোমাদের ডিসি স্যারের মিসেস, টাকা পাঠাও

  অধিকার ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় (ছবি : সংগৃহীত)

জেলা প্রশাসকের স্ত্রী পরিচয়ে সরকারি দপ্তরে টাকা দাবি করেছেন এক নারী। খুলনার জেলা প্রশাসক (ডিসি) হেলাল হোসেনের স্ত্রীর পরিচয় দিয়ে এ প্রতারণা করার চেষ্টা করা হয়েছে।

খুলনার জেলা প্রশাসক (ডিসি) হেলাল হোসেন জানান, যে দুটি মোবাইল নম্বর দিয়ে অর্থ দাবি করা হয়েছে তা পুলিশের কাছে দেওয়া হয়েছে। নম্বর দুটি ট্র্যাকিং করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিসি হেলাল।

হেলাল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে আমার স্ত্রী পরিচয়ে জেলা প্রশাসনের দপ্তরে অর্থ দাবি করার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার আমার গোপনীয় সহকারী (সিএ) হুমায়ুন কবিরকে মোবাইল ফোনে বিকাশ করে অর্থ পাঠাতে বলেছে ওই নারী। তবে তা আমার কাছে গোপন রাখতে বলা হয়।

তিনি বলেন, এটা প্রতারণার নতুন কৌশল। যে দুটি মোবাইল নম্বর দিয়ে অর্থ দাবি করা হয়েছে তা পুলিশের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) হুমায়ুন কবির জানান, ওই নারী এর আগেও ডিসি স্যারের স্ত্রী পরিচয়ে কল করেছিল। আমি তার নাম জানতে চাইলে তিনি বলেন, আমি তোমাদের ডিসি স্যারের মিসেস। এই বলে সে পাঁচ হাজার টাকা পাঠাতে বলেন।

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড