• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে প্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০২
চট্টগ্রাম
ভ্রাম্যমাণ থেরাপি ভ্যান (ছবি : দৈনিক অধিকার)

'নিজে সেবা নিন, অন্যকে সেবা নিতে উৎসাহিত করুন' এই স্লোগানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে থেরাপি ভ্যানে অবস্থিত ভ্রাম্যমাণ হাসপাতালে অটিজম সংক্রান্ত সেবা, প্রতিবন্ধীদের ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয়।

এছাড়া বাত ব্যথা, প্যারালাইসিস, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাটুর ব্যথা, আঘাত জনিত ব্যথা, হাত-পা অবশ হওয়া, হাত-পা শুকিয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মোছাম্মৎ জুবাইদুন্নেছা, থেরাপি সহকারী মো. মঈন খান, স্টাফ মো. খলিলুর রহমান।

চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, থেরাপি ভ্যানের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উপজেলার তালিকাভুক্ত প্রতিবন্ধীদের আগেই অবহিত করা হয়েছে।

বিকাল ৫টা পর্যন্ত প্রায় ২ শতাধিক প্রতিবন্ধীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড